February 22, 2019

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ পাচ্ছে না ভারত

ইন্টারন্যাশনাল ডেস্কঃ  জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পদ এ বছর পাচ্ছে না ভারত।

পরিষদের অন্য সদস্যরা একমত হতে না পারায় আগামী বছর এ নিয়ে আবারও আলোচনার আগে ভারতের স্থায়ী সদস্য পদ পাওয়ার আর সুযোগ নেই। খবর এনডিটিভির।

বর্তমানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে স্থায়ী সদস্যগুলো হলো- চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স।

স্থায়ী সদস্য বাড়াতে বহুদিন থেকেই দাবি জানিয়ে আসছে জার্মান, জাপান, ব্রাজিল ও ভারত। এ চার দেশ স্থায়ী সদস্য পদ পেতে জি-৪ নামে একটি জোট গঠন করে জাতিসংঘে চাপ প্রয়োগ করে আসছে।

জোটের অন্য সদস্য রাষ্ট্রের সঙ্গে এক যৌথ বিবৃতিতে ভারত বলেছে, জাতিসংঘের স্থায়ী সদস্য পদ না বাড়ানোর এ সিদ্ধান্ত খুবই দুর্ভাগ্যজনক। আমরা প্রত্যাশা করেছিলাম সংস্থাটির ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সদস্য সংখ্যা বাড়ানোর ব্যপারে একটি সিদ্ধান্তে উপনীত হবে।

বর্তমানে জাতিসংঘের সাধারণ সদস্য রাষ্ট্রের সংখ্যা ১৯৩।

Related posts