February 21, 2019

জাগপার জাতীয় কনভেনশনে প্রধান অতিথি খালেদা জিয়া

ঢাকাঃ  জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) জাতীয় কনভেনশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার রাতে চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার জাগো নিউজকে এ তথ্য জানান।

তিনি জানান, আগামী শনিবার (৩০ এপ্রিল) বিকেল ৪টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ২০ দলীয় জোটনেত্রী বেগম খালেদা জিয়া।

তিনি আরো জানান, এ ছাড়া আগামী রোববার বিকেল ৩টায় রাজধানীর সোহরাওয়ার্দ্দী উদ্যানে মহান জাতীয় মে দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খালেদা জিয়া।

দ্যা গ্লোবাল নিউজ ২৪ ডট কম/রিপন ডেরি/২৮ এপ্রিল ২০১৬

Related posts