March 22, 2019

জলবায়ু ইস্যুতে যুক্তরাষ্ট্রের অব্স্থান বদলাতে পারে

Captureআমেরিকা ::জলবায়ু পরিবর্তন ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান বদলানোর ইঙ্গিত দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্রান্স সফরে গিয়ে প্যারিসে গতকাল বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর সঙ্গে বৈঠক শেষে তিনি এ ইঙ্গিত দেন।

বৈঠক শেষে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘প্যারিস জলবায়ু চুক্তির প্রেক্ষাপটে কিছু একটা পরিবর্তন আসতে পারে। দেখা যাক, কী ঘটে।’

২০১৫ সালে প্যারিসে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনে স্বাক্ষরিত ওই চুক্তি থেকে নিজের দেশকে প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দেওয়ার ছয় সপ্তাহ পর ট্রাম্প উল্টো পথ ধরার ইঙ্গিত দিলেন।

সংবাদ সম্মেলনে ফ্রান্সের প্রেসিডেন্ট বলেন, তিনি ডোনাল্ড ট্রাম্পের জলবায়ু চুক্তি থেকে সরে আসার সিদ্ধান্তকে ‘সম্মান করেন’। তবে ফ্রান্স ওই চুক্তির প্রতি প্রতিজ্ঞাবদ্ধ থাকবে বলেও সাফ জানিয়ে দেন।

এরপরই যুক্তরাষ্ট্র তাদের অবস্থান পরিবর্তন করতে পারে বলে ইঙ্গিত দেন ট্রাম্প।

Related posts