September 20, 2018

জলঢাকায় ২২০ বোতল মদসহ ব্যবসায়ী আটক

720

মহিনুল ইসলাম সুজন,নীলফামারী প্রতিনিধিঃ   নীলফামারীর জলঢাকায় ২২০ বোতল  মদসহ পরেশ চন্দ্র দাস(৪৭) নামের এক মদ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

আজ বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারী) দুপুরে ডোমার থেকে ২২০ বোতল মদ চটের বস্তায় করে জলঢাকায় নিয়ে আসবার সময়ে পথে নবাবগঞ্জ নামক বাজারে স্থানীরা তাকে আটক করে পুলিশকে খবর দেয়। জলঢাকা থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে মদসহ  তাকে আটক করে।

আটককৃত পরেশ চন্দ্র দাস(৪৭)একই উপজেলার টেঙ্গনমারী গ্রামের মৃত জামিনী দাসের ছেলে।জলঢাকা থানার ওসি দিলওয়ার হাসান ইনাম ঘটনার সত্যতা এই প্রতিবেদককে নিশ্চিত করেছেন।

দি গ্লোবাল নিউজ ২৪ ডটকম/রিপন/ডেরি

Related posts