November 13, 2018

জর্ডানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কমিটি গঠন।

Untitled-1

জর্ডান প্রতিনিধিঃ ২৪ শে নভেম্বর  শুক্রবার জর্ডানে সাহাবের হলরুমে নুর মোহাম্মদ দূর্জয়কে সভাপতি,  মোহাম্মদ বিল্লাল হোসেনকে সাধারন সম্পাদক ও মোহাম্মদ কামরুলকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৮৩ সদস্য বিশিষ্ট  ১ বছর মেয়াদী  বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জর্ডান শাখার কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত জর্ডানস্থ  বিভিন্ন শাখার নেতাকর্মীদের প্রস্তাবনা ও মতামতের  ভিত্তিতে এই নবকমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির সভাপতি ও সাধারন সম্পাদক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে জর্ডান প্রবাসী জাতীয়তাবাদী সকল শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। উক্ত সভায় জর্ডানের আম্মান,সাহাব,আলতাজুমা, ইরবিদ,জারকা, আলদুলাল সহ বিভিন্ন শাখা কমিটির বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

Related posts