November 18, 2018

জরিপে হিলারি এগিয়ে

ইন্টারন্যাশনাল ডেস নতুন এক জরিপে প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ৬ শতাংশের ব্যবধানে এগিয়ে আছেন ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটন। রয়টার্স ও ইপসোসের করা এ জনমত জরিপ প্রকাশ পায় শুক্রবার।

হিলারি ক্লিনটন আনুষ্ঠানিকভাবে দলীয় মনোনয়ন গ্রহণের পরের দিনই এ জরিপ প্রকাশ করা হয়। জরিপে দেখা যায়, সম্ভাব্য ভোটারদের ৪১ শতাংশের সমর্থন হিলারি ক্লিনটনের পাল্লায়। ৩৫ শতাংশের সমর্থন ট্রাম্পের দিকে এবং ২৫ শতাংশ ভোটার বেছে নিয়েছেন ‘আদার’ বা অন্য কাউকে। ২৫ থেকে ২৯শে জুলাই ১০৪৩ জন সম্ভাব্য ভোটারের মধ্যে এ জরিপ চালানো হয়।

Related posts