February 24, 2019

জমি কেনায় অসঙ্গতির ব্যাখ্যা চায় প্রগতিশীল শিক্ষকরা

স্টাফ রিপোর্টার: সম্প্রতি গণমাধ্যমে আলোচিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঢাকায় অতিথিশালার জমি ক্রয়ের কিছু অসঙ্গতির চিত্র পরিলক্ষিত হওয়ার বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বিষয়গুলো খোলাসার দাবি জানিয়েছে মুক্তিযুদ্ধের চেতনা ও মুল্যবোধে বিশ্বাসী  রাবি প্রগতিশীল শিক্ষক সমাজের নেতা কর্মীরা। রোববার দুপুরে শিক্ষক সমাজের আহবায়ক অধ্যাপক রকিবের  নেতৃত্বে বিশ্ববিদ্যালয় উপাচার্যের সাথে এক সাক্ষাতে বিষয়গুলো উপস্থাপন করে সেগুলোর স্পষ্টতার দাবি জানান তারা।
এ ব্যাপারে জানতে চাইলে শিক্ষক সমাজের স্থায়ী কমিটির সদস্য রবিউল ইসলাম জানান, জমি কেনা নিয়ে দলিল  ও অর্থ সংক্রান্ত কিছু অস্পষ্টতা মিডিয়াতে উঠে আসায় উপাচার্য মহোদয়ের কাছে আমরা বিষয়গুলো উপস্থাপন করে তাদের স্পষ্ট অবস্থান ব্যক্ত করার দাবি জানিয়েছি।

Related posts