February 24, 2019

জবিতে রাবি শিক্ষক হত্যার প্রতিবাদে মানববন্ধন

কুমার শুভ, জবি প্রতিনিধিঃ  রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক, বিশিষ্ট সেতার বাদক ও প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠক অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকীকে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

আজ রবিবার বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষকরা হচ্ছেন জাতির মেরুদণ্ড। তাদের হত্যা করার অর্থ হল জাতিকে ধ্বংসের পথে ধাবিত করা। দেশে মানুষ হত্যা করা এখন নিত্যদিনের রুটিনমাফিক কাজ হয়ে গেছে। পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হত্যা খুবই দুখঃজনক ও ন্যাক্করজনক ঘটনা। এতে অন্যান্য শিক্ষকরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছে। অতিদ্রুত আমরা এ হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. নূরে আলম আব্দুল্লাহর সঞ্চলনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক সেলিম ভূইয়াসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা- কর্মচারীবৃন্দ।

দ্যা গ্লোবাল নিউজ ২৪ ডট কম/রিপন ডেরি/২৪ এপ্রিল ২০১৬

Related posts