রফিকুল ইসলাম রফিক,নারায়ণগঞ্জ: বন্দরে মাদকাসক্ত ও বখাটে ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন মা। বৃহস্পতিবার রাতে কামতাল গ্রামে এ ঘটনা ঘটে। বখাটে ওই যুবকের নাম মাসুদ রানা। ছেলে মাদকাসক্ত হয়ে নানা অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়ে। এতে অতিষ্ট হয়ে ছেলেকে পুলিশের হাতে তুলে দেন বলে মা জানান।
পুলিশ জানায়, বন্দরের ধামগড় ইউপির কামতাল গ্রামের মৃত ছাবেদ খন্দকারের স্ত্রী জরিনা বেগম বৃহস্পতিবার ছেলে মাসুদ রানা’র বিরুদ্ধে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ করেন। বৃহস্পতিবার রাতে মাসুদ রানা বাড়িতে অবস্থান করলে তার মা পুলিশকে খবর দেন। এরপর এলাকাবাসীর উপস্থিতিতে ছেলে মাসুদ রানাকে পুলিশের হাতে তুলে দেন। আটককৃত মাসুদ রানা’র বিরুদ্ধে মাদকাসক্ত বখাটেপনাসহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ডের অভিযোগ রয়েছে। এতে পরিবারের মানসম্মান ক্ষুন্ন হওয়ায় নিরুপায় হয়ে থানা পুলিশের কাছে ছেলের বিরুদ্ধে তিনি অভিযোগ করেন।
দ্যা গ্লোবাল নিউজ ২৪ ডটকম/০৮ এপ্রিল ২০১৬/রিপন ডেরি