March 26, 2019

ছিনতাইয়ের শিকার ওমের ঢাকা ত্যাগ

261
‘অঙ্গার’ ছবির পর কলকাতার নায়ক ওমের পরবর্তী ছবি ‘হিরো ৪২০’। ছবি প্রচারণার কাজে বেশ কয়েকদিন ধরে বাংলাদেশে ছিলেন তিনি। তবে প্রচারণার কাজে অংশ নিতে গিয়ে ছিনতাইকারীদের কবলে পড়েছেন তিনি। তাই এমন ঘটনায় ক্ষুদ্ধ হয়ে প্রচারণার কাজ রেখে সেদিনই ঢাকা ছেড়েছেন ওম।

গত ৭ ফেব্রুয়ারি ছবিটির অডিও প্রকাশনা অনুষ্ঠানে নায়িকা নুসরাত ফারিয়ার সাথে অংশ নেন তিনি। একই দিনে সন্ধ্যায় কারওয়ান বাজারে একুশে টিভির ‘একুশের সন্ধ্যা’ প্রোগ্রামে অংশ নিতে যাবার সময় ছিনতাইকারীর কবলে পড়েন ওম। সেখান থেকে ফিরে নিরাপত্তার অভাব বোধ করেন তিনি। বাংলাদেশের প্রমোশন অসমাপ্ত রেখেই নিজের দেশে ফিরে যান তিনি।

ইফতেখার চৌধুরীর পরিচালনায় যৌথ প্রযোজনার ছবি ‘অগ্নি-টু’র মাধ্যমে বাংলাদেশের দর্শকদের কাছে পরিচিতি পান ভারতের নায়ক ওম। গত ১৫ জানুয়ারি ওয়াজেদ আলী সুমনের পরিচালনায় ‘অঙ্গার’ মুক্তি পেয়েছে তার।

এছাড়াও ওম অভিনীত সৈকত নাসির ও সুজিত মন্ডলের পরিচালনায় যৌথ প্রযোজনায় নির্মিত ‘হিরো ৪২০’ আগামী ১৯ ফেব্রুয়ারি মুক্তি পাওয়ার কথা থাকলেও সেন্সরে আটকে পড়েছে ছবিটি।

দি গ্লোবাল নিউজ ২৪ ডটকম/রিপন/ডেরি

Related posts