April 21, 2019

চৈত্র সংক্রান্তি উপলক্ষে চড়ক পূঁজা!

রমজানুল মোরশেদ,ঝালকাঠি প্রতিনিধিঃ  ঝালকাঠি সদর উপজেলার কীর্ত্তিপাশা ইউনিয়নে মঠবাড়ীতে হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী চড়কপূঁজা অনুষ্ঠিত হয়েছে। প্রায় ৪’শ বছর ধরে চৈত্র সংক্রান্তী তিথিতে এ পূঁজা অনুষ্ঠিত হয়ে আসছে। পূঁজা উপলক্ষে মন্দির প্রাঙ্গনে বসেছে গ্রামীন ঐতিহ্যের মেলা । হরেক রকমের খেলনার পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা।

গতকাল বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত নারী-পুরুষদের পদভারে মুখরিত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গন। চড়ক পূঁজার অন্যতম আকর্ষণ প্রতি বছর একজন ভক্তের জিহ্বায় তীর এবং পিঠে বড়শী বাঁধানো। জনশ্রতি আছে, নবাবী আমলে তৎকালীন রায় জমিদাররা একটি টিলার উপর এ মন্দিরটি স্থাপন এবং মন্দিরের জন্য ১৫ একর জমি দান করেন।

সেসব জমির অধিকাংশ বেদখল হয়ে গেছে। বর্তমানে মন্দিরটি অবশিষ্ট রয়েছে। এ উপলক্ষে দূর দূরান্ত থেকে ধর্ম বর্ণ নির্বিশেষে শত শত মানুষ মানত পূরনের জন্য এখানে সমবেত হয়েছে।

দ্যা গ্লোবাল নিউজ ২৪ ডটকম/১৩ এপ্রিল ২০১৬/রিপন ডেরি

Related posts