
এস,এম শাফায়েত,চুয়াডাঙ্গাঃ চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার সীমান্তবর্তী শিংনগর গ্রাম থেকে একটি অত্যাধুনিক মানের ৯ এমএম মডেলের অস্ত্র ও দু ম্যাগজিন ভর্তি ৬রাউন্ড গুলি সহ ডিবি পুলিশের হাতে আটক হয়েছে দক্ষিন পশ্চিমা লের শীর্ষ সন্ত্রাসী ও অস্ত্র ব্যবসায়ী মমিনুল ইসলাম ওরফে মমিন।
জানা গেছে, বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে সিংনগর গ্রামের জনৈক মনিরের বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউনুচ আলীর নের্তৃত্বে অভিযান চালায় চুয়াডাঙ্গা ডিবি পুলিশ।
এ সময় সেখানে থাকা সন্ত্রাসী মমিনের দেহ তল্লাশী করে একটি ৯ এমএম মডেলের রিভলবার ও দুটি ম্যাগজিনে থাকা ৬ রাউন্ড গুলি উদ্ধার করে। ডিবি সূত্রে আরো জানা যায়, সে সিংনগর গ্রামের মেহের আলীর ছেলে।
এছাড়াও সে দীর্ঘদিন যাবত সীমান্তের কাঁটাতারের বেড়া কেটে অস্ত্র, গোলা বারুদ সহ কোটি টাকার মাদকদ্রব্য চোরাচালান করে আসছিলেন।
দি গ্লোবাল নিউজ ২৪ ডট কম/রিপন/ডেরি