February 20, 2019

চীনে ভূমিধসে ৯১ জন নিখোঁজ

চীনে ভূমিধসে কমপক্ষে ৯১ জন নিখোঁজ হয়েছে। এছাড়া বিধ্বস্ত হয়েছে আরো বেশ কিছু দালান। সোমবার দেশটির দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশের শেনঝেন শহরে ওই ধস হয় বলে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে।

সিনহুয়া বলছে, সোমবার সকালে শেনঝেহ শহরের শিল্প এলাকায় আঘাত হানা ওই ধসে কমপক্ষে ৯১ জন নিখোঁজ হয়েছে। এদের ৫৯ জন পুরুষ এবং ৩২ জন নারী। এর আগে শহরের পাবলিক সিক্যুরিটি ব্যুরো অনলাইনে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে ৫৯ জনি নিখোঁজ হওয়ার কথা জানিয়েছিল।

দি গ্লোবাল নিউজ ২৪ ডট কম /মেহেদি/ডেরি

Related posts