September 26, 2018

চীনে দাঙ্গাকারীদের হামলাঃ আহত ১৩

চীনের মঙ্গলীয় চেকপোস্ট

ইন্টারন্যাশনাল ডেস্কঃ একদল দাঙ্গাকারী মুখোশ পরে চীন এবং মঙ্গোলিয়ার উত্তর সীমান্তে চীনের অভ্যন্তরীণ দিককার মঙ্গলীয় চেকপোস্টে হামলা করেছেন এবং এতে প্রায় ১৩ জন আহত হন।

চীনের সংবাদ সংস্থা জানিয়েছে, প্রায় ১০০ মুখোশ পরিহিত হামলাকারী চীনাকর্মীদের উপরে চড়াও হন এবং বিল্ডিঙের আসবাবপত্র ভাংচুর করেন।

এ হামলার কোনো উদ্দেশ্য এখনো খুঁজে পাওয়া যায়নি, তবে পুলিশ হামলাকারীদের খুজছেন। চীনের ওই অঞ্চলটাতে সঙ্খালঘু মঙ্গলীয় সম্প্রদায়ের সাথে চীনা হান সম্প্রদায়ের পুরনো বিবাদ রয়েছে। সেটা থেকেও ঘটনার সুত্রপাত হতে পারে।

রবিবার সকালের এই হামলায় প্রায় ১৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। হামলাকারী দলটি মুখোশ পরে হাতে লাঠি এবং রঙের স্প্রে নিয়ে হামলা করে। এ সময় তারা বেশ কিছু গাড়ি ভাংচুর করেন এবং টাকা পয়সা, মোবাইল ফোন ইত্যাদি হাতিয়ে নেন।

দি গ্লোবাল নিউজ ২৪ ডট কম/রিপন/ডেরি

Related posts