February 22, 2019

চীনে জে-১০ জঙ্গি বিমান চালানো প্রথম নারী পাইলট নিহত

জে-১০

চীনে অ্যারোবেটিক প্রশিক্ষণ মহড়ার সময় দুর্ঘটনায় এক নারী বৈমানিক নিহত হয়েছেন। তিনি প্রথম নারী হিসেবে চীনের জে-১০ জঙ্গি বিমান চালান। সোমবার রাষ্ট্র পরিচালিত গণমাধ্যমে একথা বলা হয়।
নিহত নারী বৈমানিকের নাম ইউ জু (৩০)। তিনি চীনা বিমান বাহিনীর ‘আগস্ট ফার্স্ট’ অ্যারোব্যাটিক ডিসপ্লে দলের সদস্য ছিলেন।
চায়না ডেইলি পত্রিকা জানিয়েছে, সপ্তাহান্তে উত্তরাঞ্চলীয় হেবেই প্রদেশে প্রশিক্ষণের সময় আরেকটি বিমান তার বিমানকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে তিনি মারা যান। যদিও তার পুরুষ কো-পাইলট বেঁচে যান।
প্রতিবেদনে বলা হয়, ইউ ২০০৫ সালে পিপল’স লিবারেশন আর্মি (পিএলএ) এয়ার ফোর্সে যোগ দেন। তার বাড়ি দক্ষিণাঞ্চলীয় শিচুয়ান প্রদেশের চোংঝোউ অঞ্চলে।
চায়না ডেইলি জানায়, যে ১৬ জন নারী বৈমানিক জঙ্গি বিমান চালানোর জন্য মনোনিত হয়েছিল তিনি তার অন্যতম। তার ভক্তরা তাকে ‘সোনালি ময়ুরী’ আখ্যা দেয়।

Related posts