February 20, 2019

চীনকে চাপে রাখতে সাবমেরিন নামাচ্ছে ভারত

b7dca_2a8ca9c366_long
ঢাকা: চলতি বছরেই ভারতের নৌসেনাবাহিনীতে যোগ দিচ্ছে ইলেকট্রিক সাবমেরিন আইএনএস কালভারি ও আইএনএস খান্দেরি। ভারতের ৬টি নতুন কালভারি ক্লাস সাবমেরিনের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে এগুলো।

ফরাসি স্করপিন ক্লাস বোটের ডিজাইনেই তৈরি হয়েছে এই কালভারি ক্লাস জাহাজ। এটির ডিজাইন করেছে ফরাসি নাভাল ডিফেন্স। এগুলো তৈরি করবে মুম্বাইয়ের মাজাগন ডক লিমিটেডে।

জুলাই কিংবা অগাস্টে পানিতে নামবে আইএনএস কালভারি ও ডিসেম্বরে নামবে আইএনএস খান্দেরি। ২০১২ থেকে খান্দেরির পরীক্ষা হচ্ছে। এটি পানিতে ডুবতে পারে ও আবার ভাসতেও পারে।

অন্য চারটি জাহাজ হল- আইএনএস ভেলা, যা এই বছরের অক্টোবরে ভারতীয় নৌবাহিনীতে যোগ দেবে,বাকি তিনটির নামকরণ এখনও হয়নি। আপাতত এগুলির নাম এস ৫৩, এস ৫৪ ও এস ৫৫. এগুলি তৈরি হচ্ছে বলে জানা গেছে।

শত্রুপক্ষের সাবমেরিন ও যুদ্ধজাহাজকে ধ্বংস করতে তৈরি করা হচ্ছে এগুলি। এগুলিতে থাকবে ১৮টি ভারি টর্পেডো বা বরুণাস্ত্র টর্পেডো। এগুলির গতি ৩৭ কিলোমিটার প্রতি ঘণ্টা। ৩৫০ মিটার নিচে ডুব দিতে পারে এটি। এগুলির ফাইনাল ট্রায়াল চলছে।

ভারতের নেভি চিফ অ্যাডমিরাল সুনীল লাম্বা সংবাদমাধ্যমকে জানায়, শীঘ্রই এগুলিতে নৌবাহিনীতে কার্যকর হবে।

Related posts