February 19, 2019

চার দফা দাবীতে মহিলা মোর্চার ডেপুটেশন

সুপ্রকাশ চৌধুরী,
বর্ধমান থেকেঃ
বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের বেড বাড়ানো ,বেহাল ব্লক স্বাস্থ্যকেন্দ্র গুলির হাল ফেরানো সহ চার দফা দাবীর ভিত্তিতে ডেপুটেশন দিল বিজেপির মহিলা মোর্চা ।বুধবার বর্ধমানের টাউনহল থেকে মিছিল করে বিজেপির মহিলা মোর্চা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে ডেপুটেশন দেয়।

বর্ধমান মেডিক্যাল কলেজে রোগীর চাপ এমনিতেই ফলে বেডের অভাবে রোগীদের মাটিতে ফেলে রাখা হয়। সবচেয়ে সমস্যায় পড়েছেন প্রসূতিরা। গর্ভবতী মায়েদের ভর্তির জন্য হাসপাতালে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় বলে অভিযোগ। ফলে তাঁরা অসুস্থ হয়ে পড়েন। তাই তাঁদের যাতে দ্রুত ভর্তির ব্যবস্থা করা হয়, সেই দাবি জানান বিজেপি সদস্যরা।

দ্যা গ্লোবাল নিউজ ২৪ ডটকম/রিপন/ডেরি ২৩ জুন ২০১৬

Related posts