March 27, 2019

চাঁদপুর শহরে বিদ্যুৎ লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

31এ কে আজাদ, চাঁদপুর : শহরের মিশন রোডে বিদ্যুৎ লাইনের মেরামতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হারেছ (৬০) নামে এক বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকালে এই দূর্ঘটনা ঘটে। নিহত হারেছ শহরের বিষ্ণুদী এলাকার মৃত হাফেজ ডাক্তারের ছেলে। সে চাঁদপুর বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের নিযুক্ত ঠিকাদার ফারুক হোসেনের শ্রমিক হিসেবে কাজ করতেন।চাঁদপুর জেলা বিদ্যুৎ শ্রমিকলীগ এর সভাপতি মো. ইসমাইল জানান, চাঁদপুর পৌরসভার সড়কের প্রশস্থ করণ কাজের কারণে বিদ্যুতের খুটি স্থানান্তর করার কাজ করছেন ঠিকাদার ফারুক। ঘটনার সময় মিশন রোডে বিদ্যুৎ লাইনে ত্রুটি দেখা দেয়। সেখানে বিদ্যুৎ লাইন মেরামতের জন্য বিদ্যুৎ শ্রমিক হারেছ ও দীপক দুই জন ওই এলাকায় কাজ করতে যান। বিদ্যুৎ এর কন্ট্রোলরুম থেকে বিদ্যুৎ বন্ধ করা হয়েছে নিশ্চিত হওয়ার পর শ্রমিক হারেছ লাইনের কাজ করতে খুটির উপর উঠেন। কিন্তু খুটির উপর থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নীচে পড়ে যান তিনি। তাৎক্ষনিক তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎশক তাকে মৃত ঘোষনা করেন। এ বিষয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সৈয়দ আহাম্মদ কাজল জানান, ঘটনাস্থলেই ওই শ্রমিকের মৃত্যু হয়েছে। চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুর আলম মন্ডল জানান, ময়না তদন্তের জন্য শ্রমিকের মরদেহ হাসপাতাল থেকে উদ্ধার করা হয়েছে। ঠিকাদারকে ডেকে বিষয়টি তদন্ত করা হবে ঘটনার সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ নাকি চালু ছিল। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related posts