April 21, 2019

চাঁদপুরে সড়ক দূর্ঘটনায় শিশুসহ দু’জন নিহত

 

 

1429366431এ কে আজাদ,চাঁদপুর : চাঁদপুরে পৃথক দুটি সড়ক দূর্ঘটনায় শিশুসহ দু’জন নিহত হয়েছে । চাঁদপুর মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর গ্রামের মধ্যপাড়া হিন্দু বাড়ি সংলগ্ন রাস্তায় নিষিদ্ধ যন্ত্রদানব ট্রাক্টরের চাপায় এক পথচারী নিহত হয়েছে এ ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে। জনতা কতৃক ঘাতক ট্রাক্টরটি আটক হলেও চালক ও হেলপার পালিয়ে যেতে সক্ষম হয়। নিহত অজ্ঞাত যুবক (২৮) পথচারীর পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।অপর দিকে বুধবার চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলায় মায়ের সাথে মামার বাড়িতে বেড়াতে এসে পিকাপ ভ্যান গাড়িতে চাপা পড়ে সিয়াম (৫) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ফরিদগঞ্জ উপজেলা ও হাজীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ফকিরবাজার এলাকায় । এই ঘটনায়ও চালক ও হেলপার পালিয়ে যেতে সক্ষম হয়। পরে ক্ষুদ্ধ এলাকাবাসী পিকাপটি আটক করে ভাংচুর করে ও হাজীগঞ্জ রামগঞ্জ সড়ক প্রায় দেড় ঘন্টা অবরোধ করে রাখে। নিহত শিশুটির বাড়ি বরিশাল জেলার রিয়াজ উদ্দিনের ছেলে। সিয়াম মায়ের সাথে মামার বাড়িতে বেড়াতে এসে দুর্ঘটনার শিকার হন। পরে হাজিগঞ্জ থানা পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলেনেয় এলাকাবাসী।

Related posts