March 24, 2019

চাঁদপুরে বিদ্যুতে আলোকিত হলো নতুন ১শ’ ৫০ পরিবার

22
এ কে আজাদ, চাঁদপুর : চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর মাধ্যমে নতুন বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করা হয়েছে। এতে করে বিদ্যুতের আলোয়ে আলোকিত হলো ৬০টি পরিবার। মঙ্গলবার (১৪ আগষ্ট) দুপুরে এ বিদ্যুৎ সংযোগ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ডাঃ দীপু মনি। এ সময় পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কর্মকর্তা, চাঁদপুর জেলা আওয়ামী লীগ এর সাঙগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, জেলা আওয়ামী লীগ এর ছাত্র বিষয়ক সম্পাদক জুয়েল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নরুল ইসলাম নাজিম দেওয়ান, সাধারন সম্পাদক আলী আরশাদ মিয়াজী, যুগ্ম সম্পাদক আব্দুল আজিজ বাদল, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামীম খানসহ স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মী উপস্থিত ছিলেন। পরে সদর উপজেলার ১২নং চান্দ্র ইউনিয়নে ৯৪ পরিবারের মাঝে নতুন বিদ্যুৎ সংযোগ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান খানজাহান আলী কালু পাটওয়ারী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিসহ যুবলীগ,ছাত্রলীগ, মহিলা আওয়ামীলীগ ও এর অংগ সহযোগী সংগঠনের নেতা কর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।

Related posts