February 17, 2019

চাঁদপুরে নতুন বইয়ের গন্ধে উল্ল্যাসিত শিক্ষাথীরা!

এ কে আজাদ,চাঁদপুরঃ  নতুন বছরের প্রথম দিনেই চাঁদপুর জেলার সব গুলো শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক লাখ শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে নতুন পাঠ্য বই। নতুন বইয়ের গন্ধের উল্ল্যাসে মেতে উঠেন শিক্ষাথীরা

শুক্রবার (১ জানুয়ারি) সকাল থেকেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই উৎসবে মেতে উঠেছিল শিশু শিক্ষাথীরা এই উৎসবে সামিল হন অভিবাবকরাও। সকাল ১০টায় মাতৃপিঠ সরকারি বালিকা উচ্ছবিদ্যালয়ে বই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক আদ্বুস সবুর মন্ডল। এর পরই শহরের হাসান আলি সরকারি উচ্ছ বিদ্যালয়ের মাঠে শত-শত শিশু শিক্ষাথীর সাথে বই উৎসবে মিলিত হন জেলা প্রশাসক আদ্বুস সবুর মন্ডল,পুলিশ সুপার সামছুন্নাহার,শিক্ষা বিভাগের কর্মকর্তা,শিক্ষক,শিক্ষার্থী এং অভিবাবকরা। বই উৎসবের অনন্দে শিশুদের সাথে বই হাতে মিশে যান অতিথিরা।

উৎসবে শিশু শিক্ষাথীদের উদ্যেশ্যে জেলাপ্রশাসক বলেন,তোমরা আগামীর আলোকিত বাংলাদেশ,তোমাদের হাতে আজ তুলে দিলাম নিজেদেরকে আলোকিত করার  হওয়ার প্রধান মাধ্যম এই বই। বই পড়ে শু-শিক্ষায় শিক্ষিত হয়ে দেশকে এগিয়েনিয়ে যাবে।

দি গ্লোবাল নিউজ ২৪ ডট কম/রিপন/ডেরি

Related posts