February 19, 2019

চাঁদপুরে কারেন্ট জালসহ ২০ জেলে আটক


এ কে আজাদ,চাঁদপুর জেলা প্রতিসিধিঃ  চাঁদপুরে মেঘনা ও পদ্বা নদীর ইলিশের অভয়াশ্রমে বুধবার (১৩ এপ্রিল) কোস্টগার্ডের অভিযানে ২ লাখ মিটার কারেন্ট জালসহ ২০ জেলেকে আটক করা হয়েছে।

কোস্টগার্ডের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট হাসানুর রহমান বিএন-এর নেতৃত্বে চাঁদপুর কোস্টগার্ড এর একটি অপারেশন দল ভোর থেকে দুপুর পর্যন্ত মেঘনা ও পদ্মা নদীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে।

এসময় সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে কারেন্ট জাল দিয়ে জাটকা নিধনের দায়ে পদ্মার দুলার চর ও সুরেশ্বর এলাকা হতে ২০ জেলে এবং ২ লাখ মিটার  কারেন্ট জাল জব্দ করে।

আটককৃত ২০ জন জেলে এবং আনুমানিক ৭০ লাখ টাকা মূল্যের কারেন্ট জাল জব্দকৃত করেন। জেলেদের বিরুদ্বে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জেলা মৎস্য কর্মকর্তার নিকট হস্থান্তর করা হয়।

কোস্ট গার্ড স্টেশন চাঁদপুরের স্টেশন কমান্ডার বলেন,  জাটকা নিধন প্রতিরোধ এবং নৌ পথে অবৈধ মালামাল পাচার রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

দ্যা গ্লোবাল নিউজ ২৪ ডটকম/১৩ এপ্রিল ২০১৬/রিপন ডেরি

Related posts