November 14, 2018

চলতি বছরেই আসছে ‘ডুম’

‘Doom’+Gets+May+2016+Launch+Date,+Looks+Fast+and+Brutal

ফার্স্ট-পারসন শুটিং গেইমের জগতে জনপ্রিয় নাম ‘ডুম’। ডুম ভক্তদের জন্য সুখবর হল, সিরিজের নতুন গেইম উন্মোচনের দিন ঘোষণা করেছে নির্মাতা বেথেসডা। চলতি বছরের ১৩ মে বাজারে আসছে গেইমটি।

১৩ মে এক সঙ্গে এক্সবক্স ওয়ান, পিসি এবং পিএস৪ প্লাটফর্মে অভিষেক হবে নতুন ‘ডুম’-এর। ওই দিনটি শুক্রবার। অর্থাৎ, সিরিজের নতুন গেইমটি মুক্তি পাচ্ছে ‘ফ্রাইডে দ্য থার্টিন’-এ।

ইতোমধ্যেই গেইমটির ট্রেইলার ভিডিও প্রকাশ করেছে এর নির্মাতারা। আর ট্রেইলার ভিডিওটি অনুযায়ী, হিংশ্রতা, রক্তারক্তি কাণ্ড কোনো কিছুরই কমতি থাকবে না নতুন ডুম-এ।

অন্যদিকে নতুন গেইমের ‘কালেক্টর্স এডিশন’ উন্মোচন করেছে বেথেসডা। ‘কালেক্টর এডিশন’-এর ধাতব কেসিংয়ের মধ্যে থাকবে গেইমের কপি, রেভেন্যান্ট স্কেলেটন এর ১২ ইঞ্চির একটি অ্যাকশন ফিগার। তবে দামটাও কম হবে না ওই ‘কালেক্টর্স এডিশন’-এর। ১২০ ডলার খরচ করতে হবে ভক্ত গেইমারদের।

গেইমটির জন্য প্রি-অর্ডার নেওয়া শুরু করেছে বেথেসডা। আর আগেভাগে অর্ডার করলে গেইমে বিশেষ বর্ম থেকে শুরু করে ৬টি হ্যাক মডিউল-ও পাবেন ক্রেতা। মাল্টিপ্লেয়ার ম্যাচে কেবল একবার করে ব্যবহার করা যাবে হ্যাক মডিউলগুলো।

Related posts