March 22, 2019

ঘানায় স্বর্ণ খনি নিয়ে নিরাপত্তার সংকট

ঘানায়

ঘানায় নতুন করে গোল্ড রাশ বা স্বর্ণ খোঁজার স্রোত তৈরি হয়েছে, যদিও এবার একটু ভিন্ন আদলে।
সেখানকার প্রাতিষ্ঠানিক স্বর্ণ খনিগুলোয় জোর করে ঢুকে পড়ছেন স্থানীয়রা বাসিন্দারা, সেগুলোর দখল নিয়ে নিজেরাই সোনা খুঁজে বের করছেন।
দেশটির সরকার পুরো বিষয়টিতে নিরব ভূমিকায় রয়েছে।
তবে বিশ্লেষকদের আশংকা, এরকম অবৈধ ছোট ছোট খনি দেশটিতে নিরাপত্তার সংকট তৈরি করতে পারে।
এ বিষয় নিয়ে বিবিসির এড বাটলারের প্রতিবেদন, পরিবেশন করছেন সায়েদুল ইসলাম।

Related posts