April 26, 2019

গ্রাম বাংলার ঐতিয্যবাহি ঘোড়া দৌড় প্রতিযোগিতা!

নূরুল আমীন সিকদার,গাজীপুর প্রতিনিধিঃ  গাজীপুরের কাপাসিয়া উপজেলার বেলাশী প্রগতি একাডেমি সংলগ্ন বেলাই ধারায় গতকাল রবিবার বিকালে গ্রাম বাংলার ঐতিয্যবাহি ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। খেলায় গাজীপুর, নরসিংদী, কিশোরগঞ্জ ও ময়মনসিংহ জেলা থেকে ৩টি গ্রুপে ১২ ঘোড়া ও ১ ঘুড়ি অংশগ্রহন করে।

স্থানীয় বেলাশী গ্রামের ক্রীড়ামোদি আ: জব্বারের আয়োজন ও সার্বিক ব্যবস্থাপনায় খেলায় উপস্থিত ছিলেন রায়েদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা আ: হাই, ইউপি সদস্য কামরুল মাসুদ বিপ্লব, সাবেক ইউপি সদস্য আ: বারিক, বেলাশী প্রগতি একাডেমির পরিচালক সাংবাদিক মন্জুরুল হক, সমাজ সেবক খোকন মিয়া, নজরুল ইসলাম নজু সহ হাজার হাজার শিশু নারী ও পুরুষ।

প্রতি বছর শীতের মাঝামাঝিতে আ: জব্বারের নেতৃত্বে এ খেলার আয়োজন করে স্থানীয়রা। বেলাই ধারার ১ কিলোমিটার দৈর্ঘ্য ফসলি জমির খালি মাঠে এ দৌড় প্রতিযোগিতায় নরসিংদী জেলার খোকনের ঘোড়া প্রথম হয়।  বিজয়ী খোকন মিয়াকে একটি রঙ্গিন টেলিভিশন দেওয়া হয়।

দি গ্লোবাল নিউজ ২৪ ডট কম/রিপন/ডেরি

Related posts