November 16, 2018

গ্রামে না এলে ভালো লাগে না মুস্তাফিজের

aস্পোর্টস ডেস্ক::

সাতক্ষীরায় পরিবারের সঙ্গে ঈদ করছেন ক্রিকেটার মুস্তাফিজুর রহমান। সকালে বাড়ির পাশে ঈদের নামাজ আদায় করেন। এরপর পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করেন। বিকেলে সুন্দরবনে ঘুরতে যাবেন বলে জানিয়েছে মুস্তাফিজের বন্ধু হাফিজুর রহমান।

মুস্তাফিজের বন্ধু হাফিজুর বলেন, ‘মুস্তাফিজকে নিয়ে আমরা সুন্দরবনে বেড়াতে যাচ্ছি।’

ক্রিকেট নিয়ে ব্যস্ততার কারণে গ্রামে খুব একটা আসা হয়ে ওঠে না মুস্তাফিজের। ছুটি পেয়ে মুস্তাফিজ ছুটে এলেন বাবা মার কাছে। গ্রামে না এলেই যে তার ভাল লাগে না। বন্ধুদের সাথে আড্ডা না দিলেও তার মন যে ভরে না।

আজ ক্রিকেট নিয়ে কোন কথা বলেননি মুস্তাফিজ। শুধু শুভেচ্ছা বিনিময়, কেমন আছেন ভাল আছি আর হাসির মধ্যে স্বজনদের আপ্যায়ন করেই বন্ধু বান্ধবের সাথে সময় কাটিয়ে দিচ্ছেন তিনি।

Related posts