March 26, 2019

গোপন সংবাদের ভিত্তিতে সিম জালিয়াতি চক্রের তিন সদস্য আটক


আবু জাফর খানঃ পটুয়াখালীর গোয়েন্দা শাখার ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সরকারি মহিলা কলেজ সংলগ্ন একটি ছাত্রাবাসে অভিযান চালিয়ে হিম রেজিষ্ট্রশন জালিয়াতি করার সময় পটুয়াখালীর এয়ারটেল কোম্পানির এস আর মলয় সহ এই চক্রের ২ সদস্যকে আটক করে।

তাদের তথ্য অনুযায়ী মোমেন খান নামের আরেক জনকে পটুয়াখালীর গলাচিপা উপজেলার ডাউকা ইউনিয়ান থেকে অবৈধ সিম সহ আটক করে ডিবি পুলিশ। পুলিশ জানায়, সিম রেজিষ্ট্রশন চক্রের মুল হোতা মলয় এয়ারটেল কোম্পানির একজন এস আর। কিভাবে মোবাইলের সিম রেজিষ্ট্রশন করে কোম্পানির মারফত শিখে সে আরো দুইজনকে বায়োমেটিক পদ্বতিতে সিম রেজিষ্ট্রশন করান শিখিয়ে মোবাইল সিম রেজিস্ট্রশন করে বিভিন্ন অপরাধ করে আসছিল।

তাদের কাছ থেকে বিপুল পরিমান সিম উদ্ধার করেছে ডিবি পুলিশ। মলয় কুমার ও সাইফুলের বাড়ি বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের মাদবপুর গ্রামে এবং মোমেন খান এর বাড়ি গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নে বলে ডিবি পুলিশ জানায়।

Related posts