April 24, 2019

গুড়ি-গুড়ি বৃষ্টিতে বিপর্যস্ত ময়মনসিংহের মানুষ!

261

গোলাম রাসেল,ময়মনসিংহ প্রতিনিধিঃ  মাঘের শুরুতেই অবিরাম বৃষ্টিতে ময়মনসিংহ বিভাগের চার জেলার মানুষ বিপর্যস্ত হয়ে পড়েছে।মঙ্গলবার রাত থেকে থেমে থেমে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে, ফলে স্কুল, কলেজের শিক্ষার্থী এবং কর্মজীবি মানুষের চলাচলে ব্যাহত হচ্ছে।

ময়মনসিংহ বিভাগের জামালপুর, শেরপুর, নেত্রকোনা ও ময়মনসিংহ জেলায় মঙ্গলবার রাত থেকে বুধবার পর্যন্ত থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টির ফলে স্কুল, কলেজের শিক্ষার্থী এবং অফিসগামী লোকজন ও কর্মজীবীরা বিপাকে পড়েছে। শীতকালে এ ধরনের হঠাৎ বৃষ্টিতে বিশেষ প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না। রাস্তায় চলাচলের জন্য রিকসা এমনকি ভ্যান গাড়ি হাতে গোনা অল্প কিছু দেখা যায়। বৃষ্টির ফলে নিম্ন আয়ের মানুষ সবচেয়ে বেশী বিপদে পড়েছে, তারা বৃষ্টির কারনে জীবিকা অর্জনের জন্য ঘর থেকে বের হতে পারছে না ।

বিভাগীয় শহর ময়মনসিংহের রাস্তাগুলোতে বৃষ্টির পানি জমে চলাচলে বিঘ্ন ঘটছে।

কৃষি সম্পসারণ বিভাগের উপ-পরিচালক আলতাবুর রহমান জানিয়েছেন,অসময়ে বৃষ্টির পাতের কারনে উঠতি রবি শষ্যের ক্ষতির সম্ভাবনা রয়েছে।

Related posts