February 22, 2019

গুলশানে জঙ্গী হামলা দেশী-বিদেশী চক্রান্তকারীদেরই পরিকল্পনা – এনডিএফ

রিয়াজুল করিম
ঢাকা থেকেঃ
গুলশানের রেস্তোরায় জঙ্গী হামলাকে বাংলাদেশকে অকার্যকর ও ব্যার্থ রাষ্ট্র বানিয়ে ঘোলাপানিতে মাছ শিকারীদের চক্রান্ত বলে উল্লেখ্য করে দেশের বৃহত্তর স্বার্থে এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে জনমত গড়ে তুলে সকল দেশপ্রেমিক জনগণ কে রুখে দাঁড়াবার উদাত্ত আহ্বান জানিয়ে ন্যাশনালিষ্ট ডেমোক্রেটিক ফ্রন্ট (এনডিএফ) এর চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু ও মহাসচিব আলমগীর মজুমদার একযুক্ত বিবৃতি প্রদান করেন।

বিবৃতিতে রেস্তোরার এ হামলাকে স্বার্থক ও সফলভাবে সমাপ্ত করায় ভূমিকা রাখার জন্য সেনাবাহিনী,  নৌবাহিনী, বিজিবি, র‌্যাব, সোয়াত ও পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে অভিনন্দন জ্ঞাপন করেন।

নেতৃদ্বয় এ জঙ্গী হামলার প্রেক্ষিতে পুলিশ কর্মকর্তা সহ যে সকল নিরীহ মানুষ নিহত ও আহত হয়েছেন তাদের জন্যে শোক জ্ঞাপন ও সমবেদনা জানান।

দ্যা গ্লোবাল নিউজ ২৪ ডটকম/রিপন/ডেরি ২ জুলাই ২০১৬

Related posts