February 22, 2019

গুরমেহেরকে দাউদের সঙ্গে তুলনা বিজেপি এমপি-র, কে ওর মনে বিষ ঢালছে? পোস্টে তীব্র প্রতিক্রিয়া রিজিজুর

(এম বি ফয়েজ) নয়াদিল্লি: কার্গিল শহিদের মেয়ের এবিভিপি-বিরোধী ফেসবুক ঘিরে আলোড়ন অব্যাহত। গুরমেহের কাউর নামে মেয়েটি দিল্লির রামজস কলেজের সেমিনারে জেএনইউয়ের ছাত্র ওমর খালিদকে বক্তা হিসাবে ডেকেও আমন্ত্রণ বাতিল করার ঘটনার জেরে এবিভিপি-আইসা সংঘর্ষে পর নিজেকে বিজেপির ছাত্র শাখা-বিরোধী বলে ফেসবুকে ঘোষণা করে ঝড় তুলেছে। ১৯৯৯-এর কার্গিল শহিদ ক্যাপ্টেন মনদীপ সিংহের মেয়ের দাবি, তাঁর বাবাকে পাকিস্তান মারেনি, মেরেছে যুদ্ধ। এতেই তীব্র প্রতিক্রিয়া হয় ট্যুইটারে।

এদিন গুরমেহেরের পোস্টের প্রতিক্রিয়ায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজুও মুখ খোলেন ট্যুইটারে। লেখেন, কে এই বাচ্চা মেয়েটির মনে বিষ ঢালছে? হাতে জোর থাকলে যুদ্ধ এড়ানো যায়। ভারত কখনও কাউকে আক্রমণ করেনি। কিন্তু তার দুর্বলতার সুযোগে ভারতে আগ্রাসন চালানো হয়েছে। পাশাপাশি মহীশূরের বিজেপি সাংসদ প্রতাপ সিমহা ট্যুইটারে দাউদ ইব্রাহিমের সঙ্গে তুলনা করে লিখেছেন, দাউদ অন্তত নিজের দেশ-বিরোধী অবস্থানের পক্ষে বাবার নাম টেনে আনেনি!

Rijiju-580x395

 

Related posts