March 22, 2019

গুম খুন সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল!


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ  ঝিনাইদহ সহ সারাদেশে অব্যাহত হত্যা-ধর্ষণ, গুম-খুন ও সন্ত্রাসের বিরুদ্ধে গণ-প্রতিরোধ গড়ে তোলা এবং এসব অপরাধীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে ঝিনাইদহ। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঝিনাইদহ জেলা শাখা সহ বেশ কয়েকটি ছাত্র সংগঠন এ মানববন্ধনের আয়োজন করে।

এ উপলক্ষ্যে শনিবার ঝিনাইদহ ওয়াজের আলী স্কুলের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে পোস্ট অফিস মোড়ে এসে মানববন্ধনে মিলিত হয়।

মানববন্ধনে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জেলা শাখার সভাপতি অর্পিতা সুলতানা সহ সংগঠনগুলোর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা, ঝিনাইদহ সহ সারাদেশে অব্যাহত হত্যা-ধর্ষণ, গুম-খুন ও সন্ত্রাসের বিরুদ্ধে গণ-প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান। পাশাপাশি এসব অপরাধের সাথে জড়িতদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানানো হয়।

দ্যা গ্লোবাল নিউজ ২৪ ডট কম/রিপন ডেরি/৩০ এপ্রিল ২০১৬

Related posts