February 20, 2019

গিনেস বুকে নাম তুলতে চলেছেন জ্যাকলিন

জ্যাকলিন ফার্নান্ডেজ

সোনাক্ষী সিনহার পর এবার গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলতে চলেছেন জ্যাকলিন ফার্নান্ডেজ। ৬০ সেকেন্ড অ্যাবডোমিনাল প্ল্যাঙ্ক ধরে রেখে ১০০ মহিলার সঙ্গে গিনেস বুকে নাম তুলবেন তিনি। তিনি নিজের ফেসবুকে এর ঘোষণাও করে দিয়েছেন। আজ বিকেল ৩টার দিকে রিলায়েন্স জিও গার্ডেন BKC তে তিনি রেকর্ড গড়বেন। সবাইকে তিনি সেখানে আমন্ত্রণ জানিয়েছেন। জ্যাকলিনের ডু ইউ ক্যাম্পেইনের অংশ এটি। নিজের ব্র্যান্ডের প্রোমোশনও করবেন তিনি। সংবাদমাধ্যমকে জ্যাকলিন জানিয়েছেন, যুবতীদের মধ্যে আত্মবিশ্বাস বাড়াতে ও লক্ষ্য স্থির করতে তিনি এই পদক্ষেপ নিয়েছেন। ফিটনেস নিয়ে জ্যাকলিন সব সময়ই সচেতন। আগামী বছর ম্যারাথনেও দৌড়বেন। ফিটনেস বজায় রাখতে ওয়ার্কআউট ছাড়া ডায়েটিং করাকে তিনি সময় নষ্ট বলে মনে করেন। “ওজন বৃদ্ধি বা হ্রাসের সময় আমাদের শরীরের যেন কখনও মনে না হয়, আমরা ওকে শাস্তি দিচ্ছি। যখন শরীর খুশি ও নিশ্চিন্ত থাকবে, তখনই একমাত্র তা সম্ভব,” জানিয়েছেন জ্যাকলিন। এ বছর মার্চ মাসে মুম্বাইয়ের প্যালাডিয়ামে একসঙ্গে প্রায় কয়েক হাজার মহিলা বসে নেলপলিশ পরেন। তাদের মধ্যে একজন ছিলেন সোনাক্ষী সিনহা। পোল্যান্ডের কসমেটিক ব্র্যান্ড ইংগ্লট ভারতীয় সংস্থায় মেজর ব্র্যান্ড ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের সঙ্গে অনুষ্ঠানটির আয়োজন করে।

Related posts