February 20, 2019

গাজীপুরে বাস-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষ

fileগাজীপুর: গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রপুর এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় গাড়ির কমপক্ষে ২০ জন আহত হন। শনিবার বিকাল তিনটার দিকে ঢাকাময়মনসিংহ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নাওজোর মহাসড়ক পুলিশ এসআই মো. আরিফ হোসেন খান জানান, বিকালে ঢাকাকাপাসিয়া রুটে চলাচলকারী রাজদূত পরিবহনের যাত্রীবাহী একটি বাস কাপাসিয়া যাওয়ার পথে ঢাকাময়মনসিংহ মহাসড়কে ইউটার্ন নিতে যায়। এসময় ঢাকাগামী একটি প্রাইভেটকারের সঙ্গে ঐ বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে উভয় গাড়ির অন্তত ২০ জন আহত হয়। এদের মধ্যে ৮-১০ জনকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থানীয় বিভিন্ন ক্লিনিকে পাঠিয়েছে ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা।

Related posts