March 21, 2019

গাছ চাপায় এইচএসসি পরিক্ষার্থীর মৃত্যু!

জুবায়ের হোসেন,নাটোর প্রতিনিধিঃ  নাটোরের বড়াইগ্রাম উপজেলায় গাছের চাপায় পিষ্ট হয়ে রমজান আলী (২২) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মুত্যু হয়েছে।

সোমবার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলার খোর্দকাছুটিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রমজান আলী একই গ্রামের মৃত এছার উদ্দিনের ছেলে এবং আহম্মদপুর ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শী জানান, সোমবার দুপুরে র্খোদকাছুটিয়া গ্রামের মানিক হোসেন চার থেকে পাঁচ জন কর্মচারী নিয়ে তার ব্যক্তিগত বাগানে গাছ কাটছিল। এ সময়ে তারা রমজানকে সহযোগিতার জন্য এগিয়ে আসতে বললে, সে এগিয়ে এসে তাদের ভ্যান গাড়িতে গাছের গুলি তুলে দেওয়ার চেষ্টা করলে গাছের একটি বড় গুল তার শরীরে চাপা দেয়। এতে রক্তাক্ত জখম হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় রমজান আলীর।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মনিরুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর শুনে
ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তবে এ বিষয়ে এখন প্রর্যন্ত  কেউ কোন অভিযোগ করেন নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

দ্যা গ্লোবাল নিউজ ২৪ ডট কম/রিপন ডেরি/২৫ এপ্রিল ২০১৬

Related posts