February 17, 2019

গাইবান্ধায় ৮শ কোটি টাকা ব্যায়ে সৌরবিদ্যুৎ প্রকল্প পরিদর্শন

zakir pi

স্টাফ রিপোর্টার গাইবান্ধা: গাইবান্ধায় ৮শ কোটি টাকা ব্যয়ে সৌরবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র পরিদর্শন করলেন ভারত প্রতিনিধি দল।

জেলার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গার ঘাঘট নদী তীরবর্তী স্থানে নির্মিত ৪শ’ একর ভূমিতে ১শ’ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বৃহস্পতিবার পরিদর্শন করেন ভারতের ফোকাল ট্রেডিং এন্ড ইন্ডাষ্ট্রিজ লিঃ ব্যবস্থাপনা পরিচালক ভি-ভারাতান প্রকৌশলী। এ সময় উপস্থিত ছিলেন আনন্দ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আফরুজা বুলবুল, আশরাফ আলী হিমাগারের ব্যবস্থাপনা পরিচালক ও জাতীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন, প্রকৌশলী আবু জাফর মোহাম্মদ বশির।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, ৮শ’ কোটি টাকা ব্যয়ে ১শ’ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পটি বাস্তবায়নে সময় লাগবে ৮ মাস। আনন্দ গ্রুপ লিঃ ও ইসলাম শিপ বিল্ডার্স প্রকল্পটি বাস্তবায়নে যৌথভাবে অর্থবিনিয়োগ করবেন ।

Related posts