March 27, 2019

গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের

RRRR
তোফায়েল হোসেন জাকির, গাইবান্ধা ॥ গাইবান্ধার সাঘাটা উপজেলায় তপন দাস (২৫ )নামের এক যুবকের বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে সাঘাটা উপজেলার ছাটকাল (মাঝিপাড়া) গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই গ্রামে হরিনাম সংকীর্তন চলছিল। সেই অনুষ্ঠানে ডেকোরেটরের বৈদ্যুতিক তাড় তপন দাসের গলায় ছিড়ে পরে। এতে সে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এ সময় তপনের স্ত্রী মিনতি দাস তাঁকে বাঁচাতে গেলে সেও আহত হয়। নিহত তপন দাস ওই গ্রামের উপেন দাসের ছেলে।
বোনারপাড়া ইউনিয়ন পরিষদেও চেয়ারম্যান ওয়ারেস আলী এ দুর্ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

Related posts