তোফায়েল হোসেন জাকির, গাইবান্ধা: গাইবান্ধা পৌরসভায় আ’লীগ মনোনীত প্রার্থী অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবির (নৌকা) প্রতীকে ১০ হাজার ৬’শ ৪৪ ভোট পেয়ে বে-সরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার কাছের প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী আনোয়ারুল সরওয়ার (রেল ইঞ্জিন) ৭ হাজার ২’শ ৭২ ভোট পেয়েছে।
এদিকে গোবিন্দগঞ্জ পৌরসভায় আ’লীগ মনোনীত প্রার্থী আতাউর রহমান সরকার (নৌকা) প্রতীক নিয়ে ১৫ হাজার ৫’শ ১০ ভোট পেয়ে সেরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী ফারুক আহম্মেদ (ধানের শীষ) পেয়েছেন ৫ হাজার ৭’শ ৯৩ ভোট।
অপরদিকে সুন্দরগঞ্জে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল-মামুন বে-সরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ঘোষিত ফলাফল অনুযায়ী নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ৪ হাজার ৮শ ৪১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির মনোনীত প্রার্থী আজাদুল করিম নিপু (ধানের শীষ) পেয়েছেন ১হাজার ৯শ ৯৩ ভোট। গাইবান্ধা জেলা নির্বাচন অফিসার শাহীনুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।