March 20, 2019

গাইবান্ধার ধাপেরহাটে সড়ক দুর্ঘটনা রোধে নিসচা’র লিফলেট বিতরণ

ªªªªª
তোফায়েল হোসেন জাকির, গাইবান্ধা ॥ পবিত্র ঈদ-উল ফিতরে যানজট নিরসন ও সড়ক দুর্ঘটনা রোধ কল্পে গাইবান্ধার ধাপেরহাট মহাসড়ক ও বন্দরের বিভিন্নস্থানে লিফলেট বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে নিরাপদ সড়ক চাই (নিসচা) সাদুল্যাপুর শাখার উদ্যোগে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন অত্র সংগঠনের দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম সাগর।

35283725_1916854368605822_4559619607366729728_n
এসময় উপস্থিত ছিলেন ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুর রশিদ সরকার, এসআই জাকিরুল ইসলাম, ধাপেরহাট প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম, সাংবাদিক আব্দুল মালেক সাজু, লাবলু প্রামানিক, জালাল উদ্দিন, শিক্ষক অনুপ কুমার, সমাজসেবক রফিকুল ইসলাম, শাহ আলম, নিসচাকর্মী দুলু প্রামানিক, রবিউল ইসলাম, মুক্তার হোসেন, হাসানুল ইসলাম, মতিয়ার রহমান, গোলাপ মিয়া, হারুন মিয়া ও শিপন মিয়া সহ স্থানীয় সুধীমহল উপস্থিত ছিলেন।

gg
ধাপেরহাট মহাসড়ক এবং ধাপেরহাট প্রেসক্লাব থেকে রুপালী ব্যাংক পর্যন্ত এবং বন্দরের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন। চলমান যানবাহনের চালক ও জনসাধারণের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়।

Related posts