March 26, 2019

গফরগাঁইয়ে প্রতিপক্ষের হামলায় আ’লীগ নেতা নিহত

52

গোলাম রাসেল,ময়মনসিংহঃ  ময়মনসিংহের গফরগাঁইয়ে জমির বিরোধে ইলিম উদ্দিনকে(৬৫) নামে আ.লীগ নেতা নিহত ও প্রতিপক্ষের হামলায় তিনজন আহত হয়েছেন।

নিহত ইলিম উদ্দিন পাঁচবাগ ইউনিয়নের ৯নং ওয়ার্ড আ.লীগের সহ-সভাপতি।

শনিবার বেলা ১১টার দিকে পাঁচবাগ ইউনিয়নের এ ঘটনা ঘটেছে।

পুলিশ সূত্রে জানা যায়, প্রতিবেশি জজ মিয়া, গোলাপ মিয়া ও বাদল মিয়ার সাথে দীর্ঘদিন যাবত জমি জমা নিয়ে আ.লীগ নেতা ইলিম উদ্দিনের বিরোধ চলে আসছিল। এ অবস্থায় শনিবার বিবাদীরা বিরোধপূর্ন জমি দখল নিতে আসলে আ.লীগ নেতা ইলিম উদ্দিন বাধা দেন।

এ সময় দুই পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ইলিম উদ্দিন, কলিম উদ্দিন, শামছুদ্দিন ও হাফিজ উদ্দিন আহত হয়। পরে এদের মধ্যে গুরুতর আহত আ.লীগ নেতা ইলিম উদ্দিনকে মুমূর্ষ অবস্থায় গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এ হত্যাকান্ডের ঘটনায় নিহতের ছেলে মাসুদ মিয়া বাদী হয়ে ৯জনকে আসামী করে উপজেলার পাগলা থানায় একটি এজাহার দায়ের করেন।

পাগলা থানার ওসি চাঁন মিয়া বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে-পাঠানো হয়েছে। মামলার প্রস্ততি চলছে।

দি গ্লোবাল নিউজ ২৪ ডট কম/রিপন/ডেরি

Related posts