April 21, 2019

গত অর্থবছরে ডিএসইতে লেনদেন বেড়েছে ৬৮.৩৩ শতাংশ

Captureঢাকা::২০১৬-১৭ অর্থবছরে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বেড়েছে ৬৮.৩৩ শতাংশ। আর মার্কেট ক্যাপিটালাইজেশন বেড়েছে ১৯.৩১ শতাংশ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচ্য অর্থবছরে ডিএসইতে ২৩৯ কার্যদিবস লেনদেন হয়েছে। এসব কার্যদিবসে ডিএসইতে লেনদেন হয়েছে ১ লাখ ৮০ হাজার ৫২২ কোটি ২০ লাখ ৭৪ হাজার টাকা। গত অর্থবছরে ২৪৭ কার্যদিবসে লেনদেন হয়েছিল ১ লাখ ৭ হাজার ২৪৬ কোটি ৬ লাখ টাকা।

সেই হিসাবে লেনদেন বেড়েছে ৭৩ হাজার ২৭৬ কোটি ১৩ লাখ ৮৬ হাজার টাকা বা ৬৮.৩৩ শতাংশ।

২০১৬-১৭ অর্থবছরের প্রথম কার্যদিবসে ৩ লাখ ১৮ হাজার ৫৭৪ কোটি ৯৩ লাখ ৪৪ হাজার টাকা মার্কেট ক্যাপিটালাইজেশন নিয়ে শুরু হয়েছিল। আর চলতি অর্থবছরের শেষ কার্যদিবসে এসে ডিএসইর মার্কেট ক্যাপিটালাইজেশন বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৮০ হাজার ১০০ কোটি ৯ লাখ ৫৭ হাজার টাকা।

সেই হিসাবে আলোচ্য অর্থবছরে ডিএসইর মার্কেট ক্যাপিটালাইজেশন বেড়েছে ৬১ হাজার ৫২৫ কোটি ১৬ লাখ ১২ হাজার টাকা বা ১৯.৩১ শতাংশ।

অর্থবছরের শুরুতে ২ হাজার ৮৯৫ কোটি ৮৪ লাখ ৯৪ হাজার ৭০৫টি মার্কেট ভলিউম ছিল। যা অর্থবছর শেষে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৩৫ কোটি ৭৬ লাখ ৯১ হাজার ৫০১টি। সেই হিসাবে মার্কেট ভলিউম বেড়েছে ২ হাজার ৫৩৯ কোটি ৯১ লাখ ৯৬ হাজার ৭৯৬টি বা ৮৭.৭১ শতাংশ।

২০১৬-১৭ অর্থবছরের প্রথম দিন ডিসইএক্স সূচক শুরু হয়েছিল ৪ হাজার ৫০৮ পয়েন্ট দিয়ে; যা শেষ কার্যদিবসে এসে দাঁড়িয়েছে ৫ হাজার ৬৫৬ পয়েন্টে। সেই হিসাবে আলোচ্য বছরে প্রধান সূচক বেড়েছে ১ হাজার ১৪৮ পয়েন্ট বা ২৫.৪৮ শতাংশ। আর আলোচ্য অর্থবছরে ডিএস৩০ সূচক বেড়েছে ৩১৩ পয়েন্ট বা ১৭.৬৭ শতাংশ। একই সঙ্গে ডিএসইএস সূচক বেড়েছে ১৮৬ পয়েন্ট বা ১৬.৭৪ শতাংশ।

Related posts