সানী ইসলাম, স্টাফ রিপোর্টার: গণহত্যা,স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শেরপুরের নালিতাবাড়ী উপজেলাতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলা বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের আয়োজনে উত্তরণ শিশু একাডেমীতে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। উপজেলা বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের সভাপতি আসাদুজ্জামান সোহেলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক লীগের সহ-সভাপতি কৃষিবিদ বদিউজ্জামান বাদশা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সদস্য সরকার গোলাম ফারুক, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসাইন, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল মঞ্জিল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, ব্যবসায়ী সমিতিরর সভাপতি মোকছেদ আলী বেগ, উপজেলা মাধ্যমিক সমিতির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম খোকন, ছাত্র নেতা আবু ইলিয়াস সাদ্দাম প্রমুখ।