February 20, 2019

খুলনা-যশোর মহাসড়ক অবরোধ!

প্রতীকী ছবিঃ খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকরা

খুলনা থেকেঃ  খুলনা আটরা শিল্প এলাকায় রাষ্ট্রায়ত্ত আলিম জুট মিল ব্যক্তি মালিকানায় হস্তান্তরের প্রতিবাদ এবং মিল চালুর দাবিতে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকরা।

রোবিবার সকাল ১০টা থেকে শুরু হওয়া সড়ক অবরোধ কর্মসূচি চলবে দুপুর ২টা পর্যন্ত। লাগাতার কর্মসূচির অংশ হিসেবে সকালে মিল শ্রমিকরা প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়। পরে লাঠি মিছিল নিয়ে মিলের সামনে খুলনা-যশোর মহাসড়কে গিয়ে অবস্থান নেয়। ফলে সড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়। অবরোধ কর্মসূচির চারপাশে পুলিশ অবস্থান নিয়েছে।

অবরোধ কর্মসূচি চলাকালে আলিম জুট মিল রক্ষা কমিটির সভাপতি ও মিল সিবিএর সাধারণ সম্পাদক আব্দুর রশিদের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য দেন সিবিএর সভাপতি আব্দুস সালাম জমাদ্দার, সাইফুল ইসলাম লিটু, আব্দুল হামিদ, হাফেজ আ. সালাম, শেখ জাকারিয়া প্রমুখ।

এ সময় বক্তারা ভুয়া কাগজপত্র দাখিল করা মালিকের কাছে মিল হস্তান্তরের তীব্র প্রতিবাদ জানান। তারা বলেন, বিজেএমসির নিয়ন্ত্রণে মিলটি দ্রুত চালু করতে হবে। অন্যথায় প্রতিটি শ্রমিক অমৃত্যু আন্দোলন চালিয়ে যাবে। আর তাদের এ দাবি দ্রুত মেনে নেওয়া না হলে লাগাতার সড়ক অবরোধেরও হুমকি দেন তারা।

দি গ্লোবাল নিউজ ২৪ ডট কম/রিপন/ডেরি

Related posts