February 20, 2019

খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঝালকাঠিতে বিএনপির প্রতিকী অনশন

মো:নজরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি:: কারাবন্দি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সু-চিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে ঝালকাঠিতে বিএনপির পূর্বঘোষিত প্রতিকী অনশন কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার (৯ জুলাই) ঝালকাঠি ফায়ার সার্ভিস মোড়ে জেলা বিএনপির কার্যালয়ে সকাল ১০টায় শুরু হয়ে এই কর্মসূচি চলে দুপুর ১২ টা পর্যন্ত।

জেলা বিএনপি সভাপতি মোস্তফা কামাল মন্টু, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুরসহ জেলা বিএনপি ও এর অংঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অনশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন। জেলা বিএনপি এ কর্মসূচির আয়োজন করে।

Related posts