September 23, 2018

খাগড়াছড়িতে সোমবার সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ

609
আল-মামুন,খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলায় সোমবার সকাল-সন্ধ্যা সড়ক অবরোধের ডাক দিযেছে পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখা। সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাগড়াছড়ি- ঢাকা ও খাগড়াছড়ি-চট্টগ্রামে সড়কে এ অবরোধ চলবে বলে নিশ্চিত করেছেন পার্বত্য বাঙালী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. সারওয়ার জাহান।

রবিবার খাগড়াছড়ির আলুটিলা থেকে মটরসাইকেল চালক আজিজুল হাকিম শান্ত’র গলাকাটা লাশ উদ্ধারের প্রেক্ষিতে দুপুরে শহরের চেঙ্গী স্কোয়ারে বাঙালী ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এসময় নেতৃবৃন্দরা জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতারের দাবী জানিয়ে দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করেন।

পার্বত্য বাঙালী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহ সভাপতি আবদুল মজিদ সভায় অপহৃত মটর সাইকেল চালক আজিজুল হাকিমের হত্যাকারীদের বিচারসহ পানছড়িতে অপহৃত দুই বাঙালীকে অবিলম্বে উদ্ধারের দাবীতে আগামীকাল জেলাব্যাপী সকাল সন্ধ্য অবরোধের ডাক দিয়েছেন।

দি গ্লোবাল নিউজ ২৪ ডটকম/রিপন/ডেরি

Related posts