February 21, 2019

কোহলি-রবির ‘মধুর প্রেম’

Captureস্পোর্টস ডেস্ক::কুম্বলের সঙ্গে সম্পর্ক শেষ করেই তিনি বিসিসিআইকে বলে দিয়েছিলেন রবি শাস্ত্রীকেই কোচ হিসেবে তার চাই৷

শচীন-সৌরভ-লক্ষণের অ্যাডভাইজরি কমিটিও সে অনুযায়ী কোচ ঘোষণা করে।

সাত বছর পর ভারত-শ্রীলঙ্কা পূর্ণ সিরিজ খেলতে চলেছে৷ বুধবার সন্ধ্যাতেই কোহলির ভারত উড়ে যাবে শ্রীলঙ্কায়৷

তিনটি টেস্ট, পাঁচটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলবে ভারত-শ্রীলঙ্কা৷ তার আগেই সাংবাদিক বৈঠক করলেন ভারতীয় দলের নতুন কোচ আর ক্যাপ্টেন৷ শাস্ত্রীর সঙ্গে পার্টনারশিপ নিয়ে রীতিমতো আশাবাদী কোহলি৷

‘আমরা তিন বছর একসঙ্গে কাজ করেছি৷ আমাদের মধ্যে সে রকম বোঝাপড়া রয়েছে৷ যেটা আপনারাও বুঝতে পারবেন৷ আশা করি আমাকে আর নতুন করে কোচ আর সাপোর্ট স্টাফ বিষয়টা নিয়ে কিছু বোঝার আছে৷ আগে কাজ করার সুবাদেই আমরা চাওয়া-পাওয়াটা খুব ভালো বুঝি।’

Related posts