March 19, 2019

কোহলির ডাবল সেঞ্চুরিতে ভর করে ভারতের রানের পাহাড়

wদিনের খেলা শেষ হবার একটু আগে ওপেনার সৌম্য সরকারকে হারিয়েছে বাংলাদেশ।

প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দিনশেষে ১৪ ওভারে এক উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৪১।

ক্রিজে আছেন মমিনুল হক ও তামিম ইকবাল।

এর আগে বাংলাদেশের বিরুদ্ধে শেষ পর্যন্ত ছয় উইকেটের বিনিময়ে ৬৮৭ রানের পাহাড় গড়ে প্রথম ইনিংস ঘোষণা করেছিলো স্বাগতিক ভারত।

এর মধ্যে ডাবল সেঞ্চুরি করে সবচেয়ে বেশি অবদান ভারতীয় অধিনায়ক ভিরাট কোহলির।

সাথে রয়েছে মুরলি বিজয় আর ঋদ্ধিমান সাহার সেঞ্চুরি দুটি সেঞ্চুরি।

সেঞ্চুরির কাছাকাছি ইনিংস করেছেন আরও দুজন। এই টেস্টে ডাবল সেঞ্চুরির ইনিংস খেলে পরপর চারটি টেস্ট সিরিজে ডাবল সেঞ্চুরির রেকর্ড করলেন ভিরাট কোহলি।

অন্যদিকে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট পেয়েছেন স্পিনার তাইজুল ইসলাম।

আর মেহেদি হাসান মিরাজ দুটি আর তাসকিন আহমেদ পেয়েছেন একটি উইকেট।

এর আগে ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড আর ইংল্যান্ডের বিরুদ্ধে ডাবল সেঞ্চুরি করেছিলেন কোহলি।

ভারতের বিরুদ্ধে বাংলাদেশের এখন সফরের একমাত্র টেস্ট ম্যাচ চলছে হায়দ্রাবাদে।

টসে জিতে ব্যাটিং নিয়েছিলেন ভারতীয় অধিনায়ক।

শুরুতেই তাসকিন আহমেদ একটি উইকেট নিলেও এরপর থেকে পুরো সময়টাই ছিলো বাংলাদেশের জন্য হতাশার।

Related posts