March 24, 2019

কেন শ্রাবণী আত্মহনন করল?

রফিকুল ইসলাম রফিক,নারায়ণগঞ্জঃ  গত ১০ বৃহস্পতিবার শহরের গণবিদ্যা নিকেতন বার্ষিক পরীক্ষার অংশ হিসাবে পদার্থ বিজ্ঞান পরীক্ষায় অংশগ্রহণ করে উম্মে হাবিবা শ্রাবণী। পরীক্ষা চলাকালীন সময়ে অসদুপায় (নকল) অবলম্বনের অভিযোগে পরীক্ষার পরিদর্শক নাসরিন বেগম আটক করে স্কুলের সহকারী প্রধান শিক্ষকের কাছে নিয়ে যায়।

এসময় ওই কক্ষে থাকা স্কুলের খন্ডকালীন শিক্ষক কামরুল হাসান মুন্না শিক্ষার্থী শ্রাবণীকে উপুর্যপরি চড় থাপ্পড় মারেন এবং গালমন্দ করে পরিবারের কাছে অভিযোগ করবে বলেন।

পরে ওইদিনের পরীক্ষা থেকে তাকে বহিস্কার করা হয়। এ অপমান সাইতে না পেরে আত্মহত্যা করেছে বলে অভিযোগ করে শ্রাবণীর পরিবারের সদস্যরা। এছাড়াও হাবিবা আত্মহত্যার কারণ হিসাবে স্কুলের শিক্ষিকা নাসরিন বেগম ও খন্ডকালীন শিক্ষক কামরুল হাসান মুন্নার নাম উল্লেখ করে চিরকুট লিখে যায়।

দি গ্লোবাল নিউজ ২৪ ডট কম/রিপন/ডেরি

Related posts