November 16, 2018

কেন পদত্যাগ করলেন ধোনি?

স্পোর্টস ডেস্কঃ  সময়টা ভালো যাচ্ছে না ভারতের টি২০ ও ওয়ানডে অধিনায়কের। সাম্প্রতিক ফর্মও ততটা ভালো না। ঘরের মাঠে বিশ্বকাপের সেমিফাইনালে বাদ পরে ধোনির নেতৃত্বাধীন ভারত। অধিনায়ক ধোনির ওপর ভারতীয় বোর্ডের আস্থা এখন পর্যন্ত থাকলেও একটি হাউজিং সোসাইটির ‘ব্র্যান্ড অ্যাম্বাসেডর’ পদ থেকে পদত্যাগ করতে হলো তার। নোইদা অঞ্চলের ভূসম্পত্তি ফার্ম আরমাপালির বাসিন্দাদের অনুরোধের প্রেক্ষিতে সোসাইটির দূত থেকে পদত্যাগ করলেন ধোনি।

সোসাইটির বিদ্যুৎ এবং দেওয়ানি কাজে অনিয়মের জেরে বেশ কিছুদিন ধরেই বাসিন্দারা অভিযোগ করে আসছেন। সবশেষ এক সপ্তাহ আগে, সোশ্যাল মিডিয়ায় ধোনিকে ট্যাগ করে বাসিন্দাদের একটি টুইটার পোস্ট আলোচনার ঝড় তোলে।

নোইদার ৪৫ নম্বর সেক্টরের প্রায় ৮০০ পরিবার ‘স্যাফায়ার’ প্রজেক্টের বিরুদ্ধে অবস্থান নেন। ২০০৯ সালে এই প্রজেক্টের কাজ শুরু হলেও এখনো এর নির্মাণ কাজ শেষ হয়নি। তবে বাসিন্দাদের এমন অভিযোগ অস্বীকার করেছে আমরাপালি গ্রুপ।

দ্যা গ্লোবাল নিউজ ২৪ ডটকম/১০ এপ্রিল ২০১৬/রিপন ডেরি

Related posts