April 19, 2019

কেন্দুয়ায় ছাত্রদলের সঙ্গে সংঘর্ষে ১৩ পুলিশসহ আহত অর্ধশত

hনেত্রকোনার কেন্দুয়া ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ১৩ পুলিশসহ অন্তত অর্ধশত আহত হয়েছে। আজ শুক্রবার সকাল ১১টার দিকে কেন্দুয়া পৌর শহরের আলীপুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ছাত্রদলের কর্মীসভা চলাকালে পুলিশ তাতে লাঠিচার্জ করলে এ সংঘর্ষ হয়।

উপজেলা ছাত্রদলের সভাপতি শফিকুল ইসলাম শফিক জানিয়েছেন, পুলিশের সঙ্গে সংঘর্ষে ছাত্রদলের ৩০-৪০ জন নেতাকর্মী আহত হয়েছেন। তাঁরা বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানান তিনি। সংঘর্ষ চলাকালে প্রত্যক্ষদর্শীরা ফাঁকা গুলির শব্দ শুনলেও পুলিশ কত রাউন্ড গুলি ছুড়েছে এ বিষয়ে সঠিকভাবে বলতে পারেননি কেন্দুয়া থানার ওসি মো. সিরাজুল ইসলাম। এ ঘটনায় ছাত্রদলের কোনো নেতাকর্মীকে আটক করা হয়েছে কিনা- তাও সঠিক জানাতে পারেননি তিনি।

সংঘর্ষে আহত পুলিশ সদস্যরা হলেন কেন্দুয়া থানার এসআই ছামেদুল হক, এসআই সঞ্জয় সরকার, এসআই আল আমিন, এসআই আব্দুল কাদের, এসআই আবুল বাশার, এএসআই হেলাল আহমেদ, কনস্টেবল সুমন মিয়া, মিজানুর রহমান, মো. জাকির হোসেন, আবুল খায়ের, সোহেল রানা এবং আব্দুল কদ্দুছ। তাদেরকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহত পুলিশ সদস্যদের মধ্যে এসআই ছামেদুল হক, এসআই সঞ্জয় সরকার, কনস্টেবল আবুল খায়ের এবং  কনস্টেবল আব্দুল কুদ্দুছের অবস্থা গুরুতর বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

Related posts