April 23, 2019

কেটি ঝড়ে লণ্ডভণ্ড ইংল্যান্ড: বাতিল ফ্লাইট

28 Mar, 2016, কেটি ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে ইংল্যান্ডের বেশিরভাগ অঞ্চল। ব্যাপক বিধ্বংসী এই ঝড়ে বিমানের অনেক ফ্লাইট বাতিল করা হয়েছে, ক্ষয়ক্ষতি হয়েছে বাসাবাড়ি এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় হাজার হাজার মানুষ এখন অন্ধকারে।

কেটি নামক ঝড়টি ইংল্যান্ডের দক্ষিণ দিক থেকে ১০৫ কিমি বেগে আছড়ে পড়ার পর এক লাখেরও বেশি ঘরবাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

ঝড়ের সাথে ভারী বর্ষণের কারণে নদীতে পানি প্রবাহ বৃদ্ধি পাওয়ায় আবহাওয়া দপ্তর থেকে বন্যার সতর্কতা জারি করা হয়।
ঝড়ের কারণে ইংল্যান্ডের বেশিরভাগ জায়গায় যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যায়। অনেক জায়গাতে বড় বড় গাছ উপড়ে পড়েছে বাসাবাড়ি, বৈদ্যুতিক তার এবং রাস্তার উপর।

হিথরো এবং গ্যাটউইক বিমানবন্দরে শেষ মুহূর্তে বাতিল করা হয়েছে অনেক ফ্লাইট।

Related posts